ভাঙল শিলাবতী নদীর বাঁধ, জল ঢুকছে হু হু করে

author-image
Harmeet
New Update
ভাঙল শিলাবতী নদীর বাঁধ, জল ঢুকছে হু হু করে

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বসনছোড়া ৩ নং গ্রাম পঞ্চায়েতের যদুপুর ও আকতকোলা...এই দুই জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে যায় সকালে। এই দুই জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্লাবিত যদুপুর ও আকতকোলা এলাকার বিস্তৃর্ণ অংশ। যদিও এই দুই নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে ধানচাষীরা। নদীর জল বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে বিস্তৃর্ণ চাষের জমিতে। যদুপুর ও আকতকোলা এই দুই জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়ে আশেপাশের বহু বসতি জলবন্দি হয়ে পড়ার আশঙ্কা। ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের তরফে বাঁধ ভাঙা এলাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা যায়। অপরদিকে চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের হীরাধরপুরেও ভেঙেছে শিলাবতী নদীর বাঁধ।