​নিজস্ব সংবাদদাতাঃ আজ উত্তরাখণ্ডের কোটদ্বার জেলায় মঙ্গলবার প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যায়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে পাউরি জেলার ধুমাকোট থানা এলাকার রিখনিখাল বিরনখাল মোটর রোডের সিমদি গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। বাসটি হরিদ্বার জেলার লালধাং থেকে পাউরি জেলার বীরখাল ব্লকে যাচ্ছিল। এখনও পর্যন্ত হতাহত বা মৃত্যুর কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়েই ধূমকোট থানার আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসেছেন।