RITES বেশ কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

author-image
Harmeet
New Update
RITES বেশ কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

নিজস্ব সংবাদদাতা : RITES বেশ কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। মোট ৮টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে RITES। রয়েছে ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার (কেমিক্যাল, টেক্সটাইল, ফুড, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি) পদ।

এর মধ্যে ২ টি পদ রয়েছে অসংরক্ষিত ক্যাটেগরিতে আর ২টি রয়েছে OBC(NCL)-এর জন্য। আর একটি পদ রয়েছে শেডিউলড কাস্ট প্রার্থীর জন্য।

অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ৩ অগস্ট। RITES-এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি দেওয়া রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা সেটি প্রয়োজনে দেখে নিতে পারে।



জুলাই ১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০ বছর বা তার নীচে হতে হবে।



শূন্যপদে আবেদনের যোগ্যতা - ১. প্রার্থীকে ফুল টাইম B. Tech বা B.E. ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল টেকনোলজি বা ফুডে M.Sc করতে হবে। এছাড়াও কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি নিয়ে পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারে।



২. আবেদনের জন্য ইনস্পেকশন বা ইন্ডাস্ট্রিতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।



জেনেরাল বা OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ ৬০০ টাকা দিতে হবে। এর সঙ্গে ট্যাক্সও যুক্ত হবে।



EWS/ SC/ST/ PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ৩০০ টাকা করে দিতে হবে। এর সঙ্গেও ট্যাক্স যুক্ত হবে।



RITES-এ নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া-



১. RITES Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।



২. হোম পেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।



৩. অনলাইন রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে।



৪. যে উইন্ডো খুলবে তাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।



৫. আবেদন পত্র থেকে পাওয়া রেজিস্ট্রেশন নম্বরটি লিখে রাখতে হবে।



৬. এর পর আসবে ফি দেওয়ার জায়গা। অনলাইনে ফি দিয়ে দিতে হবে।



৭. ভবিষ্যতের জন্য একটি হার্ড কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।