উত্তপ্ত রাজ্য, মেয়রকে গুলি করে খুন

author-image
Harmeet
New Update
উত্তপ্ত রাজ্য, মেয়রকে গুলি করে খুন

বিহারঃ ফের উত্তপ্ত বিহার। বৃহস্পতিবার রাতে কাটিহার জেলার নগর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় অপরাধীদের গুলিতে নিহত হন বিহারের মেয়র শিবরাজ পাসোয়ান। হত্যার কারণ এখনও জানা যায়নি।শুক্রবার এক পুলিশ কর্মকর্তা জানান, পাসোয়ান রাতে কোথাও থেকে বাইক চালাচ্ছিলেন। এ সময় সন্তোষী চকের কাছে তিন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে গুলি চালায়। তাদের দ্রুত কাটিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।