'মোদী সরকার তরুণদের হাতে পাথরের বদলে ল্যাপটপ ও বই তুলে দিয়েছে'

author-image
Harmeet
New Update
'মোদী সরকার তরুণদের হাতে পাথরের বদলে ল্যাপটপ ও বই তুলে দিয়েছে'



নিজস্ব সংবাদদাতাঃ
৩ দিনের জম্মু কাশ্মীর সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এক জনসভায় বিরোধীদের নিশানা করে অমিত শাহ বলেন, '২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৭২১টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যেখানে ২০০৬ সাল থেকে কংগ্রেস শাসন কালে তা ছিল ৪০০০-এর বেশি। আপনি কি এখন পাথর নিক্ষেপের কোনো খবর শুনতে পান? মোদীজি তরুণদের হাতে পাথরের বদলে ল্যাপটপ ও বই দিয়েছেন।'