New Update
/anm-bengali/media/post_banners/9azD9XCcKA0chqdpsy2F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মুর ডিজি খুনে অবশেষে সাফল্য পেল পুলিশ। জানা গিয়েছে, সারারাত ধরে চলা একটি অভিযানের পর, জম্মু ও কাশ্মীরের কারা দফতরের ডিজি হেমন্ত কুমার লোহিয়ার সন্দেহভাজন হত্যাকারীকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। লোহিয়ার বাড়িতে কাজ করা ২৩ বছর বয়সী গৃহকর্মী ইয়াসির আহমেদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে শীর্ষ পুলিশ সদস্যের কথিত হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এডিজিপি মুকেশ সিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us