New Update
/anm-bengali/media/post_banners/ko8pErP53Qiy5fj89FrD.jpg)
সুদীপ ব্যানার্জী, কোচবিহার : করোনা আবহের মধ্যেও সক্রিয় অবৈধ মদ কারবারীরা। অবৈধ মদ সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘোকসাডাঙ্গা থানা এলাকার পারডুবি, হিন্দুস্তান মোড় ও শিলডাঙ্গা এলাকায় অবৈধ মদের ঠেকে হানা দিয়ে প্রচুর দেশি-বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুবল পাল(৩৮) ও বিজন ঘোষ(৫২)। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এধরণের অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us