দফায় দফায় বৃষ্টি উপেক্ষা করেই মন্ডপে মানুষের ঢল

author-image
Harmeet
New Update
দফায় দফায় বৃষ্টি উপেক্ষা করেই মন্ডপে মানুষের ঢল

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: মহাষ্টমীতেও বৃষ্টি খড়্গপুর শহর সহ জেলার বিভিন্ন স্থানে। দুপুরে ভারী বৃষ্টির পর বৃষ্টি থামলেও, সন্ধ্যের মুখে আবার আসে বৃষ্টি। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই অঝোর বৃষ্টি কমতে শুরু করে। আর বৃষ্টি কমতে শুরু করতেই ভীড় বাড়তে শুরু করে খড়্গপুরের বিভিন্ন পূজো মন্ডপে । একপ্রকার বৃষ্টিকে উপেক্ষা করেই কেউ ছাতা মাথায় তো আবার কেউ রেইনকোট গায়ে দিয়ে বেরিয়ে পড়েছেন মন্ডপে মন্ডপে। রাত যত বাড়ছে, খড়্গপুরের পূজো মন্ডপে ভিড় বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের।