New Update
/anm-bengali/media/post_banners/xUyduQpMZlHA4Kh3jn57.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবারের দুর্গা পুজোর শুরু থেকেই নজর কাড়ছিল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজো। মহালয়ার পর থেকে ক্রমে বাড়তে শুরু করেছিল ভিড়। বৃষ্টিও আটকাতে পারেনি প্যান্ডেল হপিং। প্রতিকূলতার মধ্যেও হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। সসম্মানে তারা জিতে নিয়েছে ইম্প্যাক্ট শারদ আনন্দের পুরস্কার। চতুর্থ স্থান অর্জন করেছে হরিদেবপুর নিউ স্পোর্টিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us