New Update
/anm-bengali/media/post_banners/1fdETGSBMlDZ7S8Oy9xv.jpg)
নিজস্ব প্রতিনিধি-খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম উপজাতীয় জেলার খারলাচি সীমান্ত ক্রসিংয়ে আফগানিস্তানের অভ্যন্তরে সৈন্যদের উপর "সন্ত্রাসীরা" গুলি চালানোর পর একজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, দেশটির আন্তঃ পরিষেবা জনসংযোগ শুক্রবার
( আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।আইএসপিআর হ্যান্ডআউট অনুসারে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, পারাচিনার থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে খারলাছি সীমান্ত চৌরাস্তায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us