কামান দেগে সন্ধি পুজো মল্লরাজাদের বাড়িতে

author-image
Harmeet
New Update
কামান দেগে সন্ধি পুজো মল্লরাজাদের বাড়িতে

নিজস্ব সংবাদদাতাঃ  বিষ্ণুপুরের মল্লরাজাদের দেবী মৃন্মমীর পুজোকে অগণিত ভক্ত সমাবেশ। অষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনি দেখতে হাজার হাজার মানুষের সমাগম। ঠিক ৩.৫৯ মিনিটে তিনবার তোপধ্বনিতে গর্জ ওঠে মল্লরাজাদের প্রাচীন কামান।​​