New Update
/anm-bengali/media/post_banners/48kX14M9mqgMZzfqInPg.jpg)
সুদীপ ব্যানার্জী, কালিম্পং: ভারী বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে। আর এই ধসের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১ শ্রমিক। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন। জানা গিয়েছে, শুক্রবার কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কের কাছে ধস নামে। সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন এই ধস নামে। এর ফলে মৃত্যু হয় এক শ্রমিকের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us