New Update
/anm-bengali/media/post_banners/PzKzDced00KFfVoTa6vZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রকৃতির রোষের মুখে হিমাচল প্রদেশ। ভয়াবহ বন্যার কবলে হিমাচল প্রদেশ, মৃত ৯। নিখোঁজ হয়েছেন ৭ জন বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, হিমাচল প্রদেশে গত ২৪ ঘন্টায় দুটি জায়গায় আকস্মিক বন্যায় কমপক্ষে নয়জন নিহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। জেলা সদর কেলাং থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লাহুল-স্পিতি জেলার উদয়পুর বিভাগের তোজিং নালায় (ছোট নদী) আকস্মিক বন্যায় সাতজন ভেসে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us