New Update
/anm-bengali/media/post_banners/CyY1vYZP086FmbLLp0Uo.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্রথম সারির পুলিশ অফিসারের মধ্যে অন্যতম তিনি। এবার তাঁকে সিআরপিএফের প্রধান পদে বসানো হল। তিনি বলেন এস এল থাওসেন।
​
এসএল থাওসেন বর্তমানে এসএসবি এবং আইটিবিপির দ্বৈত দায়িত্বে রয়েছেন। এর আগে সিআরপিএফের ডিজিপি পদে আসীন ছিলেন কুলদিপ সিং।
থাওসেন অন্যান্য আধা-সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে সিআরপিএফ-এ কাজ করেছিলেন। সিআরপিএফের নতুন প্রধান ৩ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us