'সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও জামিনে রয়েছেন'

author-image
Harmeet
New Update
'সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও জামিনে রয়েছেন'

নিজস্ব সংবাদদাতাঃ মামলা দায়ের হওয়ার ব্যাপারটিকে পরোয়া করছেন না কর্ণাটক কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার। সংবাদ মাধ্যমে তিনি সরাসরি বলেছেন, "হ্যাঁ, আমি জামিনে আছি। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও জামিনে রয়েছেন। 

তাদের (বিজেপি) ডজন ডজন আছে যারা জামিনে আছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোনও মামলা নেই? বোম্মাই আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি আমাকে পারাপ্পানা অগ্রহারা (সেন্ট্রাল জেল)-তে পাঠান, আমি কিছুটা বিশ্রাম নেব।"