New Update
/anm-bengali/media/post_banners/e86wr2EYL0ahrDFmicp5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও উপত্যকার আকাশে উড়তে দেখা গেল ড্রোন। জানা গিয়েছে, এক ঘণ্টার ব্যবধানে কাশ্মীরের ৩ জায়গায় দেখা মিলল সন্দেহজনক ড্রোনের। এ বিষয়ে সাম্বা জেলার এসএসপি রাজেশ শর্মা জানান, সাম্বা জেলার তিনটি জায়গায় এই ড্রোনগুলি দেখা গিয়েছে। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us