জাতীয় মানচিত্রে থাকা নারারথলি ঝিলকে নিয়ে একগুচ্ছ পরিকল্পনা

author-image
Harmeet
New Update
জাতীয় মানচিত্রে থাকা নারারথলি ঝিলকে নিয়ে একগুচ্ছ পরিকল্পনা

 সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ জাতীয় ঝিল বিলের মানচিত্রে ইতিমধ্যেই নাম  উঠে এসেছে কুমারগ্রাম ব্লকের নারারথলি ঝিলের। এবার সেই ঝিলকে আর আকর্ষণীয় করতে উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা পরিষদ। নারারথলি ঝিলকে সামনে রেখে পর্যটনের স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে জেলা পরিষদ। ইতিমধ্যেই জেলা পরিষদে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধীপতি শিলাদাস সরকার বলেন, 'প্রাথমিকভাবে আমরা ঠিক করেছি একটি কমিউনিটি টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবো। পাশাপাশি বনদপ্তরের সাথেও আলোচনা করা হবে। তারপর ঝিলের সংস্কার,ঝিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কী কী করা সম্ভব তাও আমরা খতিয়ে দেখে বাকি কাজগুলি ধাপে ধাপে করবো। পাখিদের জন্য আদর্শ এলাকা ঝিলটি। এছাড়াও ঝিলের চারদিকে জঙ্গলের আলাদা সৌন্দর্য রয়েছে। আমাদের মনে হয় নারারথলি ঝিলের জনপ্রিয়তা বাড়লে সেখানে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।' 

উল্লেখ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের মধ্যে রয়েছে জঙ্গল ঘেঁষে থাকা ঝিলটি। প্রতিবছর নারারথলি ঝিলে দেশ বিদেশ থেকে প্রচুর পরিযাই পাখি এসে ভিড় করে। এবছরও ঝিলের পাখি সুমারিতে প্রায় ৫০ রকমের জলচর হাঁস জাতিয় পরিযায়ী পাখির তথ্য উঠে এসেছে।