New Update
/anm-bengali/media/post_banners/5HcakPmTAjD5RUASHEEb.jpg)
নিজস্ব সংবাদদাতা: সামনে এল ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচ চলাকালীন গণ-সংঘর্ষর ভিডিও। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন গণদাঙ্গার সৃষ্টি হওয়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ঘটা এই ঘটনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।
ইন্দেনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ল্যান্ডলকড শহর মালাংয়ের কানজুরুহান স্টেডিয়ামের ভেতর ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। সেই সময় ঘরের মাঠে পার্সেবায়ার কাছে পরাজয় ঘটে আরেমা ফুটবল ক্লাবের। তারপরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মাঠের মাঝে চলছে মারামারি। দেখুন ভিডিও-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us