জার্মানিতে বাঙালির জোড়া দুর্গাপুজো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জার্মানিতে বাঙালির জোড়া দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতাঃ জার্মানিতেও বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সেখানে হয়েছে জোড়া দুর্গাপুজো। বার্লিন এবং এর্লাঙ্গেনে হচ্ছে দুর্গাপুজো। 


মূলত তিনটি পরিবার এবং কয়েকজন বাঙালির উদ্যোগে জার্মানির এর্লাঙ্গেনে এই দুর্গাপুজো। অন্য দিকে বার্লিনের দুর্গাপুজো এবার পড়েছে দ্বিতীয় বর্ষে। শহরে শ্রী গণেশ হিন্দু মন্দিরে হয় এই পুজো।