New Update
/anm-bengali/media/post_banners/0Pmn3dWHG9JSyz4Bzad7.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নারায়ণ পাকুড়িয়া মুড়াইল দুর্গা মিলন সংঘের পূজা মন্ডপের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। তাদের এ বছরের থিম প্লাস্টিক বর্জন। তাই হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। যা এ বছর নজর কাড়তে চলেছে। মন্ডপের ফিতা কেটে মায়ের পায়ে পদ্মফুল নিবেদন করেন শুভেন্দু অধিকারী। তারপর মঞ্চে তাঁকে বরণ করে নেওয়া হয়। মঞ্চ থেকে পুজোর শুভেচ্ছা সহ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us