New Update
/anm-bengali/media/post_banners/vzcQx6tBQdLcocrOz4dM.jpg)
নিজস্ব প্রতিনিধি-একের পর এক টলি তারকারা দুর্গাপুজোর লুক প্রকাশ্যে আনছেন,সেই সঙ্গে চমক দিচ্ছেন ভক্তদের, তাদের স্টাইল ফ্যাশনে নজর কেড়েছে ভক্তদের, ইতিমধ্যেই টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের ষষ্ঠীর লুক শেয়ার করেছেন, ছবিতে তাকে গোলাপি শাড়িতে হাল্কা মেকআপে দেখা যায়।
ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই ভক্তরা মন্তব্য বিভাগে ঝাপিয়ে পড়ে। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,"শুভ মহাষষ্ঠী সবার জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us