গর্ভবতী লক্ষ্যণে চিতার সংখ্যা বাড়ার আশায় ভারত

author-image
Harmeet
New Update
গর্ভবতী লক্ষ্যণে চিতার সংখ্যা বাড়ার আশায় ভারত

নিজস্ব সংবাদদাতা : বাড়তে চলেছে চিতা বাঘের সংখ্যা। কুনো ন্যাশনাল পার্কে চারটি ফিমেল চিতাবাঘ রয়েছে। তাদের মধ্যে আশার শরীরে গর্ভাবস্থার লক্ষ্যণ দেখা দিয়েছে বলে অনুমান। একজন কর্মকর্তা জানিয়েছেন,"আমরা উত্তেজিত তবে আমাদের নিশ্চিত হতে অক্টোবরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।" 

অনুমান সত্যি হলে সাত দশক পরে চিতার সংখ্যা বাড়বে ভারতে।চিতা সংরক্ষণ তহবিলের (সিসিএফ) নির্বাহী পরিচালক লরি মার্কার বলেছেন, আশা যদি গর্ভবতী হয় তবে এটি হবে তার প্রথম বাচ্চা।