New Update
/anm-bengali/media/post_banners/iPaaaoBMQGbjGtXWF2SK.jpg)
নিজস্ব প্রতিনিধি-রিচা চাড্ডা এবং আলি ফজল তাদের প্রাক-বিবাহের মুহুর্তগুলির আভাস দিতে এক পাও পিছে হটছেন না।এই দম্পতি তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে তাদের প্রাক বিবাহের সময় কাটাচ্ছেন।
আগামী ৪ঠা অক্টোবর মুম্বইয়ে গাঁটছড়া বাঁধবেন তারা। শুক্রবার আলি ও রিচা একটি ককটেল পার্টির আয়োজন করেন।ইতিমধ্যেই তারই বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই তারকা জুটি ছবিতে বেশ ঝলমলে পোশাকে নজর কেড়েছেন তারা।রিচা সেই ছবির ক্যাপশনে আলির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন,'আমি তোমাকে আমার চোখে লুকিয়ে রেখেছি'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us