New Update
/anm-bengali/media/post_banners/5w2f2tvwofQRgKNJa0xQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ থিমের জাদুতে জেগে উঠেছে শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ। সেইসঙ্গে জোর টক্কর দিচ্ছে শহরতলীও। যদিও এবছরও অন্যান্য থিমের ভিড়ে হারিয়ে যায়নি বেলগাছিয়া সাধারণ। এই পুজো মণ্ডপও সকলের নজরে কেড়েছে। লাল কেল্লা এবং আগ্রা ফোর্টের মতো মুঘল স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে কলকাতার এই দুর্গাপুজো মণ্ডপটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us