New Update
/anm-bengali/media/post_banners/n9ttExgAHRiYDRXgv7xa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দলের প্রবীণ নেতা সুশীল কুমার মোদী। শনিবার কংগ্রেস সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে কটাক্ষ করে বলেন, যেই দলের প্রধান হোক না কেন, সে গান্ধী পরিবারের 'পুতুল' হয়ে উঠবে। ​
সুশীল মোদী বলেন,"খাড়গে বা অন্য কেউ, যিনিই প্রধান হোন না কেন, তিনি কেবল দেখানোর জন্য একটি মুখ হবেন এবং গান্ধী পরিবারের পুতুল হবেন কারণ প্রকৃত সিদ্ধান্তগুলি কেবল তারাই নেবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us