New Update
/anm-bengali/media/post_banners/kncUZZ1aZtokns5xrB98.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় ৮২ নং বুথের সমস্ত হিন্দু পরিবারকে প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর উপহার দেওয়া হল।
​
তৃণমূল কংগ্রেসের বাড়াগড় ৮২ নং বুথ সভাপতি শেখ মন্তাজ আলি ও যুব সভাপতি শেখ আনোয়ার আলি, বুথ কর্মী শেখ বিকা আলি, রিনা কোটাল এই উদ্যোগের অন্যতম ব্যক্তি।
​
আনবারী খাতুন সহ দলীয় কর্মীরা বুথের পাড়ায় গিয়ে এই কর্ম সূচি গ্রহণ করেন। বর্তমানে তাঁদের এই কর্মসুচী ষষ্ঠ বছরে পড়ল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us