এ বছরের তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে পুজোর উপহার

author-image
Harmeet
New Update
এ বছরের তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে পুজোর উপহার

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় ৮২ নং বুথের সমস্ত হিন্দু পরিবারকে প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর উপহার দেওয়া হল। 

তৃণমূল কংগ্রেসের বাড়াগড় ৮২ নং বুথ সভাপতি শেখ মন্তাজ আলি ও যুব সভাপতি শেখ আনোয়ার আলি, বুথ কর্মী শেখ বিকা আলি, রিনা কোটাল এই উদ্যোগের অন্যতম ব্যক্তি। 


আনবারী খাতুন সহ দলীয় কর্মীরা বুথের পাড়ায় গিয়ে এই কর্ম সূচি গ্রহণ করেন। বর্তমানে তাঁদের এই কর্মসুচী ষষ্ঠ বছরে পড়ল।