বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন উদয়ন ক্লাবে চলছে পুজোর প্রস্তুতি

author-image
Harmeet
New Update
বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন উদয়ন ক্লাবে চলছে পুজোর প্রস্তুতি


নিজস্ব সংবাদদাতা: মা এসেছেন, আজ মহাষষ্ঠী। পুজোর আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। এই বছর ৫০ বছরে পা দিয়েছে কালনার বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন উদয়ন ক্লাবের পুজো। 

your image

 কালনার বিখ্যাত পুজোগুলির মধ্যে এটি অন্যতম। প্রত্যেক বছর বহু মানুষের ভিড় জমে এই ক্লাবের পুজো দেখার জন্য। ক্লাবে চলছে ষষ্ঠী পুজোর প্রস্তুতি।