New Update
/anm-bengali/media/post_banners/EKi30sf4AJZaOrUHh7H6.jpg)
​কলকাতা: বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক পুরুষ যাত্রী হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর কর্তব্যরত অবস্থায় খবর পেয়ে আরপিএফ কর্মী হেড কনস্টেবল/এ কে রায় তাঁর সঙ্গে দেখা করেন এবং অসুস্থ যাত্রীকে স্ট্রেচারে করে স্টেশন মাস্টারের অফিসে নিয়ে আসেন।
বিষয়টি অসুস্থ যাত্রীর স্ত্রীকে জানানো হয়, যিনি আরএসবি স্টেশনে এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us