New Update
/anm-bengali/media/post_banners/vUcnMLpZQsZVPbmRFl79.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা লিগের সুপার সিক্সের পর্ব চলছে। সেই সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের নজরে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। এরই মধ্যে দুর্গা পুজো। কলকাতায় উৎসব। লাল হলুদ তাঁবুতেও প্রবেশ করেছে উৎসবের আমেজ। এমন আবহে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে করা হয়েছে একটি পোস্ট। যেখানে লেখা রয়েছে, "আমাগো রাকিপ'দা তো পুরো পুজো মোডে"। এই ক্যাপশনের ওপরে লেখা রয়েছে বাঙালির অতিপরিচিত একটি গানের কিছু লাইন।
ও...আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে,
ঢ্যাং কুড়কুড়, ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বেজেছে! 🤩
আমাগো রাকিপ'দা তো পুরো পুজো মোডে! ❤️💛#JoyEastBengal#EmamiEastBengalpic.twitter.com/nCMvUDR825— Emami East Bengal (@eg_eastbengal) September 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us