New Update
/anm-bengali/media/post_banners/j625NCtoMhJq2PoclMNI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রেকর্ড মুল্যের বিনিময়ে অমরিন্দর সিঙ্গ-কে দলে নিয়েছিল এটিকে মোহন বাগান। প্রত্যাশা পূরণ না হওয়ার আগে নতুন মরসুম শুরু হওয়ার আগে রিলিজ করে দেওয়া হয় আগে। গত মরসুমে প্রত্যাশা পূরণ করতে না পারলেও নতুন দল পেতে বিশেষ এগ পেতে হয়নি তাঁকে। যোগ দিয়েছেন ওড়িশা ফুটবল ক্লাবে। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি অমরিন্দরকে নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে। রয়েছে একটি ভিডিও পোস্টও।
👀🦁#OdishaFC#AmaTeamAmaGamepic.twitter.com/o7aIT2i2UR
— Odisha FC (@OdishaFC) September 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us