ষষ্ঠীতে ঘূর্ণাবর্ত, সপ্তমীতে নিম্নচাপ, পুজোর সময় বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

author-image
Harmeet
New Update
ষষ্ঠীতে ঘূর্ণাবর্ত, সপ্তমীতে নিম্নচাপ, পুজোর সময় বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিস জানিয়েছে, ১ অক্টোবর উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২ অক্টোবর রবিবার, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেড়ে ২ থেকে ৫ অক্টোবর, অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। ১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২ অক্টোবর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, উপকূলের জেলা, দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৩ অক্টোবর সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এই সময়কালে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টি হবে। তবে ষষ্ঠীর বিকেল পর্যন্ত গরম অনুভূত হবে। এদিকে ষষ্ঠী এবং সপ্তমীর পর ৩ ও ৪ অক্টোবর অর্থাৎ অষ্টমী এবং নবমী  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 


কলকাতায় আগামিকাল পর্যন্ত অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এরপর ২ থেকে ৫ তারিখ অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিনগুলিতে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।