New Update
/anm-bengali/media/post_banners/eWVQ4uprcJD4ZgIaHYV3.jpg)
দিগ্বিজয় মাহালী: ডেবরা ব্লকের একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রধান অঞ্চল হোলো ১ নং ভবানীপুর অঞ্চল।এখানে সারা বছর গ্রামবাসীরা কৃষি কাজেই মেতে থাকে।মুলত সব্জি উৎপাদনকারী এই অঞ্চলের মানুষ সারা বছর ব্যাস্ত থাকে চাষে। তবে আনন্দ উপভোগ করে দূর্গোপূজোয়। আর এবছর আনন্দটা আরো একটু বেশি কারন ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির এই বছর অর্থাৎ ২৫ বছরে থিমের পূজো লক্ষ্য করা গেলো। এই বছরের তাদের পূজো মন্ডপের থিম হচ্ছে 'নীল পদ্ম'। প্রতিমা হয়েছে সাবেকি আনায়৷ পূজো বাজেট প্রায় ৬ লক্ষ টাকা। গ্রামীন পূজোতে থিমের ছোঁওয়া থাকার জন্য এই বছর বহু মানুষ পূজো দেখতে উপস্থিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুরো মন্ডপেই আলোকসজ্জা রয়েছে। চতুর্থীর রাতেও চলছে শেষ পর্যায়ের কাজ। আগামীকাল রয়েছে শুভ উদ্ধোধন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us