New Update
/anm-bengali/media/post_banners/W0cw4JGIuKDf1xMihh9z.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ: রানীগঞ্জ বাজার এলাকার 92 নম্বর ওয়ার্ডের ষষ্ঠী গড়িয়া অঞ্চলে ভগ্নপ্রায় বাড়ি ভেঙ্গে পড়ায় অল্পবিস্তর আহত হয় এক ঠেলাওয়ালা। এই ঘটনার খবর পাওয়ার পরপরই রানীগঞ্জের দু'নম্বর বোরো দপ্তরের প্রশাসক পূর্ণশশী লাল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন, পাশাপাশি ওই এলাকায় যে সকল বাসিন্দারা বসবাস করছে তাদের অবিলম্বে ঐসকল বাড়ি ভেঙে মেরামত করার নির্দেশ দেন। বেশ কিছু ভাড়াটিয়া দোকান মালিকদের বারবার অনুরোধ করার পরও তারা বাড়ি মেরামত পড়েনি বলে জানালে, তিনি বাড়ি মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে নিয়ে বৈঠক করে সমাধানসূত্র বের করবেন বলে জানান। পূর্ণশশী বাবুর এই বক্তব্যে স্বভাবতই খুশি ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us