New Update
/anm-bengali/media/post_banners/EISNVW0TlaR6aV28sDqw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে কাশ্মীরের উধমপুর এলাকা। এরই মাঝে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার হল এক জঙ্গি। জানা গিয়েছে, AGH জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই জঙ্গির নাম জুনেইদ আহমেদ পারে, যে কিনা নাওয়াকাদেলের বাসিন্দা তাঁকে গ্রেফতার করেছে শ্রীনগর পুলিশ ও ২৪ আরআর-এর যৌথবাহিনী। জুনেইদকে পালপোরা থেকে নিজেদের হেফাজতে নিয়েছে বাহিনী। তাঁর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us