হাইপারপিগমেন্টেশন ও কালচে দাগ ভালো করতে কিছু ঘরোয়া ফেস প্যাক

author-image
Harmeet
New Update
হাইপারপিগমেন্টেশন ও কালচে দাগ ভালো করতে  কিছু ঘরোয়া ফেস প্যাক

নিজস্ব সংবাদদাতা :



অ্যালোভেরা জেল -

এতে রয়েছে অ্যালোইনের উপাদান, যায় ত্বককে উজ্জ্বল করে। ননটক্সিক হাইপারপিগমেন্টেশন ট্রিটমেন্টের জন্য দারুণ উপকারী উপাদান অ্যালোভেরা। রাতে শুতে যাওয়ার আগে কালো দাগ ও হাইপারপিগমেন্টশনের স্পটগুলিতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। পরদিন সকালে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ধরে এই পদ্ধতি মেনে চললে মুখের ত্বক থেকে নিমেষে উধাও হবে কালো ছোপ।



গ্রিন টি -

এতে রয়েছে ডিপপিগমেন্টিংয়ের নয়া উপাদান। যা কালো দাগ বা ছোপের ভাব কমিয়ে উজ্জ্বল ত্বক তৈরি করতে সাহায্য করে। আজকাল বাড়িতেই গ্রিন টির স্যাসে পাওয়া যায়। সেখান থেকে কীভাবে করবেন?একটি ছোট বাটিতে জল গরম করতে দিন। এবারে তাতে গ্রিন টির টিব্যাগ ৩-৪ ডুবিয়ে টি ব্যাগটি কালো স্পট বা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে পারেন।দিনে দুবার এই পদ্ধতি ব্যবহার করলে উপকারী হবেন।