পথ দুর্ঘটনায় মৃত কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ারোলস্কিকে খুঁজলেন জো বাইডেন

author-image
Harmeet
New Update
পথ দুর্ঘটনায় মৃত কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ারোলস্কিকে খুঁজলেন জো বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ হোয়াইট হাউস হাঙ্গার ইভেন্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে আচমকাই রিপাবলিকান কংগ্রেসওম্যান জ্যাকি ওয়ালোরোস্কির খোঁজ করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মাস খানেক আগেই এক পথ দুর্ঘটনায় জ্যকির মৃত্যু হয়েছে। ভুল বশতই এদিন জ্যাকির খোঁজ করেন মার্কিন প্রেসিডেন্ট। হাঙ্গার ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ দেওয়ার সময়ই তিনি জ্যাকিকে খুঁজছিলেন। কারণ জ্যাকি ওয়ালোরোস্কি আয়োজকদের মধ্যে অন্যতম একজন।