New Update
/anm-bengali/media/post_banners/sKxwSAFiKx5YZfe7Njf3.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: শিলিগুড়িতে যাযাবরদের বিরুদ্ধে পৌরনিগমে স্বারকলিপি দিল ব্যবসায়ীরা। করোনা আবহে শিলিগুড়িতে যাযাবরা সরকারি নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে অপশব্দ করছে। শিলিগুড়ি শহরের একটি গুরুত্বপূর্ণ মার্কেট হলো বিধান মার্কেট, যেখানে পাহাড় ও সমতলের মানুষদের আনা গোনা। সেই বিধান মার্কেটের কিছু ব্যবসায়ীদের বক্তব্য বিধান মার্কেটে যাওয়ার রাস্তায় বিধান রোডের একপাশের সরকারি রাস্তা কিছু যাযাবরেরা দখল করে রেখেছে এবং সেখানে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনার সৃষ্টি করেছে তারা। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ সন্ধ্যা নামতেই সেখানে ভিড় করে যাযাবরেরা ও নানান রকম অপশব্দের ব্যবহার করে। যার ফলে বিধান রোডের স্থানীয় ব্যবসায়ীদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us