New Update
/anm-bengali/media/post_banners/1536z3WopRtjAg3zN7HM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের আই লিগে ক'জন বিদেশি খেলতে পারবেন সে ব্যাপারে প্রশ্ন ছিল। যার উত্তর পাওয়া গেল বুধবার। বৈঠক শেষে আই লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচে প্রথম একাদশে চারজন বিদেশি খেলতে পারবেন।
​
তবে স্কোয়াডে রাখা যাবে সাতজন বিদেশি ফুটবলারকে। যার মধ্যে একজনকে হতে হবে এশিয়ান কোটার বিদেশি ফুটবলার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us