শিলিগুড়িতে পালিত হল মোহনবাগান দিবস

author-image
Harmeet
New Update
শিলিগুড়িতে পালিত হল মোহনবাগান দিবস



সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:
শিলিগুড়িতে পালিত হলো মোহনবাগান দিবস। ১৯১১ সালে ২৯শে জুলাই মোহনবাগান খালি পায়ে ফুটবল ম্যাচ খেলে প্রথম আইফা শিল্ড হাতে তুলে নিয়েছিল ১১ জন খেলোয়াড়। ইতিহাসের পাতায় এই ১১ জন খেলোয়াড় "অমর একাদশ" নামে পরিচিত। তাই মোহনবাগান প্রেমীরা এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করে থাকে। বৃহষ্পতিবার শিলিগুড়ি মেরিনার্স এর পক্ষ থেকে বাঘা যতীন ময়দানের মুখ্য দুয়ারের সামনে পালিত করা হলো ২৯শে জুলাই এর মোহন বাগান দিবস। পতাকা উত্তোলন, কেক কেটে, আকাশে মোহনবাগানের বেলুন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন মোহনবাগান প্রেমীরা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা মোহনবাগান সমর্থক রঞ্জন সরকার। মোহনবাগানের সমর্থকরা তাদের বক্তব্যের মাধ্যমে পৌরনিগমের কাছে আবেদন জানান যেনো শিলিগুড়ির বুকেও রাস্তার নাম করণ করা হোক "মোহনবাগান" এর নামে। তার পাশাপাশি তারা আবেদন করেন যেন ১৯১১সালের বিজয়ী দল "অমর একাদশ" এর একটি মূর্তি যেনো বাঘা যতীন ময়দানের চত্বরে বা শহরের যে কোনো জায়গায় যেনো তৈরি করা হয়। এছাড়া এদিন মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগানের পতাকার রঙ্গের বিশেষ মিষ্টিও তৈরি করা হয় যা দিয়ে সেখানে উপস্থিত সকল মানুষের মিষ্টি মুখ করাই তারা। এছাড়া কিছু দুঃস্থ মানুষদের হাতে সাহায্যও তুলে দেয় হয় শিলিগুড়ি মেরিয়ার্স এর সদস্যরা।