New Update
/anm-bengali/media/post_banners/GQ5G8YUhMNLmfvNkDJuV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লর্ডসের মাঠে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি ওড়ানো আজও কেউ ভুলতে পারেনি। আর সেই লর্ডসের গ্যালারির আদলে টাওয়ার তৈরি করা হচ্ছে। এবার সৌরভের সেই মুহূর্ত ফুটিয়ে তুলেছে গড়িয়া নব দুর্গা মিতালী সংঘ। ​
গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ এবছর ৮২ তম দুর্গোৎসবে অন্যরকমের চমক রাখছে দর্শনার্থীদের জন্য। প্রায় ৮০ লক্ষ টাকা বাজেট নিয়ে এই পুজো করছে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us