New Update
/anm-bengali/media/post_banners/OjKX3w61vKMbQLLqqnF2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকে পদক জিতেছিলেন ম্যাগ লেনিং। সম্প্রতি তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপাতত সেই বিরতি চলবে বলে জানা গিয়েছে।
​
বিগ ব্যাসের ক্লাব মেলবর্ন স্টারের পক্ষ থেকে বলা হয়েছে, "মেলবর্ন স্টারের অধিনায়ক ম্যাগ লেনিং আপাতত বিরতিতেই থাকবেন। যার ফলে ক্লাবের হয়ে আসন্ন মহিলাদ্র বিগ ব্যাসে তাঁকে হয়তো পাওয়া যাবে না।"
​
ম্যাগের বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে মেলবর্ন স্টারস। ব্যক্তিগত কারণের জন্য আগস্ট মাস থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন ম্যাগ লেনিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us