শরণার্থীদের জন্য বাজেট নির্ধারণ করলেন রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
শরণার্থীদের জন্য বাজেট নির্ধারণ করলেন রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতা: শরণার্থীদের জন্য বাজেট নির্ধারণ করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ২০২৩ সালের বাজেট বছরের জন্য আমেরিকায় শরণার্থী ভর্তির ওপর দেশের সীমা ১,২৫,০০০ জনে রেখেছেন।

Biden calls Putin 'a butcher' after meeting with refugees in Poland -  CNNPolitics

 রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ১০০ মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ ও নানান সংকটের ফলে বাড়ছে শরণার্থীদের সংখ্যা।