হারিকেন ইয়ান, জলের তলায় একাধিক এলাকা- দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
হারিকেন ইয়ান, জলের তলায় একাধিক এলাকা- দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতা: হারিকেন ইয়ানের দাপটে জলমগ্ন হয়ে পড়েছে কিউবার একাধিক এলাকা। 


মঙ্গলবার পশ্চিম কিউবায় আঘাত হানে হারিকেন ইয়ান। 


তারপর সেটি ফ্লোরিডার দিকে অগ্রসর হতে থাকে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। 


যেখানে দেখা যাচ্ছে, হারিকেন ইয়ানের দাপটের ফলে জলস্তর বৃদ্ধি পেয়ে নাজেহাল হচ্ছেন কিউবার বাসিন্দারা। দেখুন সেই ভিডিও-