New Update
/anm-bengali/media/post_banners/BNoVdexybaepq6R81Ol2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভিয়েতনামে গিয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভারতের সিনিয়র দল। অন্য দিকে আজকের দিনেই ওমানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতল ভারতের অনুর্ধ্ব ১৭ ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল ভারতের জুনিয়র দল। ১০ মিনিটের মধ্যেই প্রথম গোল তুলে নিয়েছিল তারা। বিরতির পর আরও দুটি গোল। ওমান একটি গোল শোধ করলেও ম্যাচ জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না।
FULL-TIME in Oman 🇴🇲
India U-17 🇮🇳 registered 3-1 victory against the hosts Oman tonight 🙌#INDOMA ⚔️ #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/KzAdzdtWoi— Indian Football Team (@IndianFootball) September 27, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us