চোখের পলকে গোল! দেখে নিন ভিডিও

author-image
Harmeet
New Update
চোখের পলকে গোল! দেখে নিন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে তারকার সম্ভার। বিশেষ করে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবে। তারকা খইত সিটি প্রতি মরসুএই ফুটবল প্রেমীদের চমৎকৃত করে। বিগত কয়েক মরসুমে হওয়া দারুণ কিছু গোলের একটি ভিডিও কোলাজ ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। যেখানে জ্যাক গ্রিলিশ থেকে সের্জিও অ্যাগুয়েরোদের গোল দেখানো হয়েছে।