/anm-bengali/media/post_banners/2pKzx1crKFVYNRLSVt3i.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গৌরবময় ইস্টবেঙ্গলের ইতিহাস। বিদেশি ক্লাব কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্লাবের সাফল্য সর্বজনবিদিত। ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে মশাল বাহিনীর সেই ম্যাচের কথা নতুন করে তুলে ধরা হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।
১৯৭০ সালের ২৫শে সেপ্টেম্বর আমরা ইরানের পাস ক্লাবকে ইডেন উদ্যানে ১-০ হারিয়ে নিজেদের দশম আইএফএ শিল্ড খেতাব জিতেছিলাম। সেই ম্যাচের একমাত্র গোলদাতা ছিলেন পরিমল দে।
আপনি কি বলতে পারবেন কেন সেই ফাইনালকে 'ঐতিহাসিক' বলা হয়?#JoyEastBengal#EmamiEastBengal#TuesdayTriviapic.twitter.com/gRq5qU8CWT— Emami East Bengal (@eg_eastbengal) September 27, 2022
সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, "১৯৭০ সালের ২৫শে সেপ্টেম্বর আমরা ইরানের পাস ক্লাবকে ইডেন উদ্যানে ১-০ হারিয়ে নিজেদের দশম আইএফএ শিল্ড খেতাব জিতেছিলাম। সেই ম্যাচের একমাত্র গোলদাতা ছিলেন পরিমল দে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us