New Update
/anm-bengali/media/post_banners/jb0ModM9KBld98a13wSQ.jpg)
নিজস্ব প্রতিনিধি, কেশপুরঃ বিগত এক বছর আগেই পথ দুর্ধটনায় মারা গিয়েছিলেন কেশপুর ব্লকের পাঁচখুরির গৌতম মন্ডল। মারা যাওয়ার পর খুবই সমস্যার মধ্য দিয়ে চলছিল পরিবার। তাঁর এসবিআই আমনপুর ব্রাঞ্চ-এ একটি জীবন বীমার পলিসি করা ছিল। গৌতম মন্ডল-এর স্ত্রী বন্দনা মন্ডল আমনপুর ব্রাঞ্চে গিয়ে সেই পলিসি ক্লেম করেন। দীর্ঘ এক বছর পর মঙ্গলবার আমনপুর ব্রাঞ্চে ডেকে মৃত গৌতম মন্ডল-এর স্ত্রী বন্দনা মন্ডলের হাতে এসবিআই-এর পলিসির ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এসবিআই মেদিনীপুরের স্থানীয় ম্যানেজার দেবাশীষ মান্ডি চেকটি তুলে দেন তাঁর হাতে। এছাড়াও উপস্থিত ছিলেন এসবিআই ইন্স্যুরেন্স স্পন্দন ভুঁইয়া, সুমিত রঞ্জন ও আমনপুর শাখার ম্যানেজার সৌরভ ব্যানার্জি। দীর্ঘ দিন পর এই টাকা পেয়ে খুশি এসবিআই-এর গ্রাহক বন্দনা মন্ডল। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এসবিআই-এর পুরো টিমকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us