স্বামীর মৃত্যুর এক বছর পর ১০ লক্ষ টাকা পেলেন স্ত্রী

author-image
Harmeet
New Update
স্বামীর মৃত্যুর এক বছর পর ১০ লক্ষ টাকা পেলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কেশপুরঃ বিগত এক বছর আগেই পথ দুর্ধটনায় মারা গিয়েছিলেন কেশপুর ব্লকের পাঁচখুরির গৌতম মন্ডল। মারা যাওয়ার পর খুবই সমস্যার মধ্য দিয়ে চলছিল পরিবার। তাঁর এসবিআই আমনপুর ব্রাঞ্চ-এ একটি জীবন বীমার পলিসি করা ছিল। গৌতম মন্ডল-এর স্ত্রী বন্দনা মন্ডল আমনপুর ব্রাঞ্চে গিয়ে সেই পলিসি ক্লেম করেন। দীর্ঘ এক বছর পর মঙ্গলবার আমনপুর ব্রাঞ্চে ডেকে মৃত গৌতম মন্ডল-এর স্ত্রী বন্দনা মন্ডলের হাতে এসবিআই-এর পলিসির ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এসবিআই মেদিনীপুরের স্থানীয় ম্যানেজার দেবাশীষ মান্ডি চেকটি তুলে দেন তাঁর হাতে। এছাড়াও উপস্থিত ছিলেন এসবিআই ইন্স্যুরেন্স স্পন্দন ভুঁইয়া, সুমিত রঞ্জন ও আমনপুর শাখার ম্যানেজার সৌরভ ব্যানার্জি। দীর্ঘ দিন পর এই টাকা পেয়ে খুশি এসবিআই-এর গ্রাহক বন্দনা মন্ডল। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এসবিআই-এর পুরো টিমকে।