old_সর্বশেষ খবর প্রকাশ্যে এল সন্তোষপুর লেকপল্লীর প্রতিমার ফার্স্ট লুক Harmeet 27 Sep 2022 18:02 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতা : পুজোর প্রস্তুতি শেষ। এবার পালা উদ্বোধনের। মঙ্গলবার পুজো উদ্বোধনের দিন সন্তোষপুর লেকপল্লীর। এবছর তাদের যুগ যাপনচিত্র। থিমের সঙ্গে পাল্লা দিয়ে সাদা-কালো যুগকে ফিরিয়ে আনতে প্রতিমাও করার হয়েছে মানানসই। শিল্পি অভিজিত ঘটক।সাদা কালো যুগের গণমাধ্যম, জনমানসে তার ভূমিকাই এবছরের ভাবনায় ফুটিয়ে তুলেছে সন্তোষপুর লেকপল্লী পুজোকমিটি। টিভির ভিতরে যে সার্কিট থাকে সেটাই রাখা হয়েছে দেবীর ব্যাকগ্রাউন্ডে। টিভির সেট আপ করা হয়েছে। সেখানেই স্থান পেয়েছে দুর্গ প্রতিমা, যেন দেখলে মনে হবে টিভিতেই ঠাকুর দেখছি। idol theme society durgapuja2022 SLP DeviDurga santoshpurlakepally JAPANCHITRA MASSMEDIA Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন