জমাটি লিগ বি'র গ্রুপ থ্রি

author-image
Harmeet
New Update
জমাটি লিগ বি'র গ্রুপ থ্রি

নিজস্ব সংবাদদাতাঃ হেভিওয়েট দল না হলেও উপভোগ্য ফুটবল। উয়েফা নেশনসের লিগ বি, গ্রুপ থ্রি। রোমানিয়া, মন্টেনেগ্রো, ফিনল্যান্ড ও বসনিয়া হারজিগোনিয়া রয়েছে এই গ্রুপে।

এক সময় বিশ্ব ফুটবলে সম্মান আদায় করে নিত রোমানিয়া। এখন তারা লিগ বি-এর গ্রুপ পর্যায়ের সবার তলায়। পয়লা নম্বরে রয়েছে এদিন জেকোর দেশ বসনিয়া হারজিগোনিয়া। দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড ও মন্টেনেগ্রো।