অন্য দুর্গা

author-image
Harmeet
New Update
অন্য দুর্গা

নিজস্ব সংবাদদাতা: জামার বোতাম দিয়ে দেবী দুর্গার রূপদান করে তাক লাগিয়ে দিলেন দীপঙ্কর সাহা। আলিপুরদুয়ার জংশনের ভোলার ডাবরী এলাকার স্থায়ী বাসিন্দা দীপঙ্কর ।শিল্প চর্চার জন্য দীর্ঘ সময় শহরের বাইরে থাকতেও হয়েছিলো তাঁকে। বর্তমানে সরকারি চাকরির পাশাপাশি তাঁর শিল্পকর্মকে বাচিঁয়ে রেখেছেন তিনি। তিনি এবার জামার বোতাম দিয়ে "চিন্ময়ী মা"-এর রূপ দিয়েছেন। যার পরিসর ২৪X ১৮ইঞ্চি। মোট ১৬৭৫টি বোতাম ও অসংখ্য পুতি দিয়ে তৈরি করেছেন তিনি এই দেবীর রূপ।